ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আলতাফ মাহমুদের মৃত্যুতে জাবি সাংবাদিক সমিতির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আলতাফ মাহমুদের মৃত্যুতে জাবি সাংবাদিক সমিতির শোক

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতি-জাবিসাস।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন এক শোক বার্তায় বলেন, তার মতো একজন সাহসী ও নির্ভীক সাংবাদিকের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শোকাহত।

সাংবাদিক সমিতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬২ বছর বয়সী আলতাফ মাহমুদ।

১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ। এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের  (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে। পোস্ট অপারেটিভ জটিলতায় ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।