ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হাবিব হত্যার প্রতিবাদে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
হাবিব হত্যার প্রতিবাদে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) বিবিএ’র ছাত্র কাজী হাবিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভিসি সুশান্ত কুমার দাস ও চেয়ারম্যান শামীম আহমদ।



ভিসি সুশান্ত কুমার দাস শিক্ষার্থী হাবিব হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নতুবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

মানববন্ধনে বক্তারা বলেন, কাজী হাবিবের খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে আসা হত্যাকাণ্ডে জড়িতদের তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।

যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর সযোগিতা চান তারা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।