ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ কাতলাসেন মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ময়মনসিংহ কাতলাসেন মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা

ময়মনসিংহ: ময়মনসিংহের ঐতিহ্যবাহী কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর স্থানীয় অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে তিনটি পর্বে ভাগ করে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।



প্রথম পর্বে কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার স্মরণিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় পর্বে ‘উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা সংস্কার, এ লক্ষ্যে সফল কারা’, ‘আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়: উদ্দেশ্য, প্রত্যাশা’ এবং ‘তৃণমূল মাদ্রাসা শিক্ষা পথ পরিক্রমা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করা হয়।

এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ। সরকারি মাদ্রাসা-ই আলীয়া ঢাকার অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।

তৃতীয় পর্বে সভাপতিত্ব করেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী। ধন্যবাদ জ্ঞাপন করেন ছাত্র-শিক্ষক মিলনমেলার আহ্বায়ক ড. এ. এইচ. এম. মোস্তাইন বিল্লাহ। দোয়া পরিচালনা করেন সংশ্লিষ্ট মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।