ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে নতুন ৩ বিভাগের যাত্রা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইবিতে নতুন ৩ বিভাগের যাত্রা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন তিনটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) মার্কেটিং, ফোকলোর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এসব বিভাগের যাত্রা শুরু হয়।



এদিন সকাল ১০টায় মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে শুরু হয় মার্কেটিং বিভারেগ ওরিয়েন্টেশন ক্লাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সিনা, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ প্রমুখ। এ সময় নবী‍ন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এরপর বেলা ১১টায় ফোকলোর বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। এ সময় বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রভাষক ফৌজিয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।