ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শীতার্তদের শীতবস্ত্র সংগ্রহ

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শীতার্তদের শীতবস্ত্র সংগ্রহ

গোপালগঞ্জ: ‘সংস্কৃতির নয়া সেতু’ সংগঠনটির উদ্যোগে সারাদেশে চলছে শীতবস্ত্র সংগ্রহ। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসেও শুরু হয়েছে এই সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ।



বশেমুরবিপ্রবিতে সংগঠনটির একজন কর্মী আবদুল্লাহ আল নোমান বলেন, আমারা ক্যাম্পাসে পুরনো শীতবস্ত্র সংগ্রহ ও আর্থিক সহায়তা নিচ্ছি। এই শীতবস্ত্র ও আর্থিক সহায়তা আগামী রোববার আমরা ঢাকা পাঠাবো এবং সেখান থেকে উত্তরাঞ্চলে বিভিন্ন ছিন্নমূল ও শীতার্ত অসহায় মানুষের কাছে পাঠানো হবে।

এছাড়া বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে সংগঠনটির সঙ্গে জড়িত আছেন, আজাদ আলী, মাইনুল ইসলাম সাগর ও অভিজিৎ সাহা।

কাপড় প্রদান, স্বেচ্ছাশ্রম, আর্থিক ও আনুসাঙ্গিক অনুদানের জন্য যোগাযোগ করুন আবদুল্লাহ আল নোমান– ০১৯১৪৫৮৬৮৯৯।

বাংলাদেশ  সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।