ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

গোপালগঞ্জ: শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা ফের চালু হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আনন্দ মিছিল করা হয়।



আনন্দ মিছিলটি ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন এলাকা ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠকের মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়ে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।