ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে চার দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ঢাবিতে চার দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শুরু হয়েছে চার দিনব্যাপী বিতর্ক উৎসব।
 
ওই হলের বিতার্কিকদের সংগঠন হাউজ অব ডিবেটরস ‘চপস্টিক ৫ম আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ শীর্ষক এ উৎসবের আয়োজন করছে।


 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় হল অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান।
 
উৎসবে ঢাকা ও ঢাকার বাইরে থেকে কলেজ পর্যায়ে ২৪টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০টি দল অংশগ্রহণ করছে।
 
প্রথম দিন বৃহস্পতিবার কলেজ বিতর্কের প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার (২২ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয় বিতর্কের ১ম ও ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শনিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমি-ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন রোববার (২৪ জানুয়ারি)  বিকেল ৪টায় ফাইনাল বিতর্ক শেষে সন্ধ্যা ৬টায় হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।