ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে বুধবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
রাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে বুধবার

রাবি(রাজশাহী): বুধবারও কর্মসূচি অব্যাহত রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

বিষয়টি নিশ্চিত করে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলানিউজকে বলেন, ‘ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেলের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।

কিন্তু আগামীকাল(২০ জানুয়ারি) থেকে রাবি শিক্ষক কর্মবিরতি স্থগিত করা হবে না।

তবে, আগামীকাল রাবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কিছু বলা সম্ভব হচ্ছে না। ’

এদিকে, মঙ্গলবার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেডারেশন সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষক ফেডারেশন।

অষ্টম জাতীয় পে-স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।