ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কিশোরগঞ্জে ৪ কোচিং সেন্টার ও ২ কিন্ডার গার্টেনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
কিশোরগঞ্জে ৪ কোচিং সেন্টার ও ২ কিন্ডার গার্টেনকে জরিমানা ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: দেয়ালে পোস্টার লাগানো ও ব্যানার লাগানোর অপরাধে কিশোরগঞ্জে ৪টি কোচিং সেন্টার ও ২টি কিন্ডার গার্টেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



অর্থদণ্ডাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-এইম ক্যাডেট কোচিং সেন্টার, কমার্স একাডেমি, বিদ্যাপীঠ ও অনুশীলন কোচিং সেন্টার এবং গার্ডেনিয়া কিন্ডার গার্টেন ও লুমিনাস কিন্ডার গার্টেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল বাংলানিউজকে জানান, জেলা প্রশাসন এরই মধ্যে সিকে-জিকে অর্থাৎ ক্লিন কিশোরগঞ্জ-গ্রিন কিশোরগঞ্জ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে গেল ডিসেম্বরেও গুরুদয়াল কলেজসহ শহরের বেশকিছু স্থান থেকে পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

সিকে-জিকে কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।