ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে দ্বিতীয় দিনেও ক্লাস বন্ধ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ছুটি শেষে দ্বিতীয় দিনেও ক্লাস বন্ধ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় বহালের দাবিতে শীতকালীন ছুটি শেষে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত এ কর্মসূচি বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতিও পালন করছে।



কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগের ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।