ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

চরাঞ্চলে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
চরাঞ্চলে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

ঢাকা: সীমান্ত জেলা লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের নগদচারী এলাকায় স্মৃতি রায় ক্রিস্টাল ওপেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ক্রিস্টাল ওপেন স্কাউটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ২০০৯ সালে ক্রিস্টাল ওপেন স্কাউটের উদ্যোগে এ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা বঞ্চিত এ চরে শিক্ষার্থীদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করে আসছে ক্রিস্টাল ওপেন স্কাউট।
 
বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীকে খাতা, সহায়ক বই, জ্যামিতি বক্স, কার্টার, কলম, পেন্সিল, স্লেটসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

২০১৪ ও ২০১৫ সালে ‍প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষা উপকরণ বিতরণের সময় স্কাউট লিডার শরিফ হোসেন খান, সদস্য ফজলে রাব্বি, এসকে পাভেল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমএ/জেডএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।