ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে ৬ দিনে ২৪ পরীক্ষা বন্ধ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইবিতে ৬ দিনে ২৪ পরীক্ষা বন্ধ

ইবি: বেতন বৈষম্য নিরসন ও শিক্ষদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।

রোববার (১৭ জানুয়ারি) কর্মবিরতির ষষ্ঠ দিন পর্যন্ত বিভিন্ন বিভাগের মোট ২৪টি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

কর্মবিরতির কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, আন্দোলন শুরুর পর থেকে ১২ জানুয়ারি ২টি, ১৩ জানুয়ারি ৬টি, ১৪ জানুয়ারি ৯টি, ১৬ জানুয়ারি ৫টি ও ১৭ জানুয়ারি ২টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া চলতি সপ্তাহে ১৮, ১৯, ২০ ও ২১ জানুয়ারি বিভিন্ন বিভাগে মোট ১১টি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু শিক্ষকদের কর্মবিরতি চলমান থাকায় এ পরীক্ষাগুলোও নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শিক্ষার্থীরা। এতে আবারো সেশনজটের আশঙ্কা করছেন তারা।

তবে ফেডারেশনের সিদ্ধান্ত ছাড়া ক্লাস-পরীক্ষা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন।

রোববার তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, চলমান আন্দোলন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন।

তিনি বলেন, আমরা ফেডারেশনের সিদ্ধান্তে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।