ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে রোববার থেকে পূর্বনির্ধারিত পরীক্ষা শুরু

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পবিপ্রবিতে রোববার থেকে পূর্বনির্ধারিত পরীক্ষা শুরু

পবিপ্রবি: দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (পবিপ্রবি) শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চললেও রোববার থেকে পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ জানুয়ারি) পবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।



পবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বদেশ চন্দ্র সামন্ত বাংলানিউজকে জানান, শিক্ষক সমিতির কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কর্মবিরতিতে ক্লাস বা প্রশাসনিক কাজ না চললেও রোববার থেকে পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।
                                                        
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।