ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
শাবিপ্রবিতে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাংকন উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগের এ চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়।



উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায়, অধ্যাপক জসিম উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দীন, মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ, মেহেদী হাসান, অসিত বরণ প্রমুখ।

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে সিলেট বিভাগের আঞ্চলিক সহযোগী সংগঠন হিসেবে ছিলো সিলেট ডিবেট ফেডারেশন (এসডিএফ)।

এসডিএফ সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন জানান, এ উৎসবে ৩-১৫ বছরের শিশুদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, চিত্রশিল্পীরাও অংশ নেন।

আঞ্চলিক উৎসবে অংশগ্রহণকারীদের জন্যে সনদপত্র ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। শিশুদের আঁকা ছবি থেকে বাছাইকৃত সেরা ছবি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে প্রদর্শনী হবে।

বাংলাদেশে সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।