ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিসাসের সভাপতি হাতেম, সম্পাদক শিহাব

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বাকৃবিসাসের সভাপতি হাতেম, সম্পাদক শিহাব

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০১৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি পদে নিউ এজের মো. হাতেম আলী ও সাধারণ সম্পাদক পদে সমকালের আহাদ আলম শিহাব নির্বাচিত হয়েছেন।



শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়াতে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ইমরুল কায়েস মির্জা কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এস এম আশিফুল ইসলাম (যুগান্তর), যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মায়া (জনকণ্ঠ), দপ্তর সম্পাদক  মো. মাহ্দী হাসান (ডেইলি সান), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিব মুবিন (ইত্তেফাক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মুসফিকুর রহমান সিফাত (আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আউয়াল মিয়া (দৈনিক সংবাদ)।

কমিটির সদস্য হিসেবে আছেন অমিত মালাকার (বাংলামেইল), মো. শাহীদুজ্জামান সাগর (প্রথম আলো) ও মো. আয়াজ বিল্লাহ (সকালের খবর)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইমরুল কায়েস মির্জা কিরণ (ইনডিপেনডেন্ট) ও মো. আশরাফুল আলম (বাংলানিউজ)।

বাকৃবিসাসের নিবার্চনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদায়ী সভাপতি ইমরুল কায়েস মির্জা কিরণ এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দীন মোহাম্মদ দীনু ও মো. আতাউল গনি রাব্বানী।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।