ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পিএসসির পরীক্ষায় অযোগ্য ৩৫তম বিসিএসের ৭ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিএসসির পরীক্ষায় অযোগ্য ৩৫তম বিসিএসের ৭ প্রার্থী

ঢাকা: লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হওয়া ৩৫তম বিসিএসের ১০ প্রার্থীকে শাস্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

যাদের মধ্যে সাতজনের পরীক্ষা বাতিলসহ পরীক্ষা হওয়ার বছর ও পরবর্তী এক বছরে কমিশনে অনুষ্ঠিত হতে যাওয়া যেকোনো পরীক্ষা এবং বিজ্ঞপ্তির পদে আবেদনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।



০৩১৩২১, ০৩৮৫২২, ০৩৯৩৮৮, ০৫৮৬২৬, ০৫৮৮৩০, ০৭৩১৫৭ ও ০৯৫০৬৭ রেজিস্ট্রেশন নম্বরধারীদের এই শাস্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০’ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।

এছাড়া ৩০৭০৪৩ নম্বরধারীকে পরীক্ষার হলে মোবাইল/নিষিদ্ধ সামগ্রী পাওয়া যাওয়ার কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ১৩৭৭২১ ও ৩০১০৫৬ নম্বরধারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এছাড়াও ২০৮৬৭৯ ও ৩০৬৯৬২ নম্বরধারীদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।