ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডিমলায় আফতাব উদ্দিন বিদ্যা নিকেতন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ডিমলায় আফতাব উদ্দিন বিদ্যা নিকেতন উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা ছয়মাথা মোড়ে `আফতাব উদ্দিন সরকার বিদ্যা নিকেতন’ এর উদ্বোধন করেন তিনি।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি লুৎফর রহমান। এ সময় বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান লেবু ও নিকেতনের প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন প্রমুখ।

প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন বলেন, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’ প্রতিপাদ্যে এই বিদ্যা নিকেতনে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।