ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেতন কাঠামো নিয়ে অসন্তোষ

অচিরেই সমাধান প্রত্যাশা শিক্ষক নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
অচিরেই সমাধান প্রত্যাশা শিক্ষক নেতাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: লাগাতার কর্মবিরতির চতুর্থ দিনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির দ্রুতই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক নেতারা। এ সময় তারা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার ব্যবস্থা হবে বলেও জানান।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন বলেন, পদমর্যাদার এ আন্দোলনে শিক্ষকদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে বলে জানতে পেরেছি। আশা করছি অচিরেই সমাধান হবে। আমাদের কর্মসূচির কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির শিকার হয়েছে তাও পুষিয়ে নেয়া হবে।

এ সময় তিনি গুরুত্বের সঙ্গে শিক্ষকদের আন্দোলনের সংবাদ প্রচার করায় সংবাদ মাধ্যমগুলোকেও ধন্যবাদ জানান।

গত সোমবার থেকে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে অষ্টম পে-স্কেলে শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছাড়াও যাবতীয় পরীক্ষা ও নিয়মিত ক্লাস বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এসব বিশ্ববিদ্যালয়ে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।