ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েট ১ম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
রুয়েট ১ম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাশ স্থগিত

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন কোর্স ও ক্লাস অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে রুয়েটের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওরিয়েন্টেশন কোর্স ও ক্লাস স্থগিত করার তথ্য জানানো হয়েছে।



আগামী ১৫ জানুয়ারি রুয়েটে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিজ্ঞান সভা) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া ১৬ জানুয়ারি ক্লাস শুরু হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

শিগগিরই ওরিয়েন্টেশন কোর্স ও ক্লাস শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।