ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

স্বতন্ত্র পে-স্কেলের দাবি শাবি শিক্ষক সমিতির

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
স্বতন্ত্র পে-স্কেলের দাবি শাবি শিক্ষক সমিতির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যে ফের স্বতন্ত্র পে স্কেলের দাবি পুনর্ব্যক্ত করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।  

বুধবার দুপুরে ঘোষিত পে-স্কেলে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ এবং অসঙ্গতি নিরসনের দাবিতে ৠালি ও সমাবেশে এ দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ র‌্যালি ও সমাবেশের আয়োজন করে শাবিপ্রবি শিক্ষক সমিতি।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেতনা একাত্তরে এসে সমাবেশে মিলিত হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল করিম খোন্দকার, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, মো.ফারুক উদ্দীন, ড. মো.সেলিম প্রমুখ।

আমলারা প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে অভিযোগ করে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন,, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্যে শিক্ষকরা ছয়টি চিঠি দিলেও একটাও তাঁর কাছে পৌঁছেনি। আমলারা সেটি গায়েব করে দিয়েছে। প্রধানমন্ত্রী তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিক্ষকদের কটাক্ষ করেছেন বলে আমরা মনে করি।

সমাবেশ শেষে তিনি আগামী বৃহস্পতিবার ও রোববার নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।