ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

চুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
চুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

ঢাকা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।



সেমিনারে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা-গবেষণায় চুয়েটের চলমান অগ্রগতি আরও সম্প্রসারণে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষা-গবেষণা খাতে বিনিময় বাড়ার কারণে সুফল পাচ্ছে চুয়েট। পরবর্তীতে এর পরিধি আরও বাড়বে।

এ সময় আরও বক্তব্য রাখেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে’র পরিচালক অধ্যাপক দেবাং ভি. খাখর, ডিন অধ্যাপক রাজীব দোসানে ও অধ্যাপক নারায়ন রঙ্গরাজ, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস’র প্রতিনিধি গং. পূজা মিধা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর গৌতম সাহা, চুয়েটের রেজিস্ট্রার (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।