ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

শিক্ষা

‘অসন্তোষ তলিয়ে দেখুন’, প্রধানমন্ত্রীকে শিক্ষক সমিতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
‘অসন্তোষ তলিয়ে দেখুন’, প্রধানমন্ত্রীকে শিক্ষক সমিতি ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অসন্তোষ তলিয়ে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ জানুয়ারি) ফেডারেশন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের একথা বলেন।


undefined


অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বেতন বাড়লেও পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেন অসন্তোষ- জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, শিক্ষকদের বিষয়ে কেউ হয়তো প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছে বা প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি তিনি শিক্ষকদের অসন্তোষের বিষয়টি খতিয়ে দেখবেন।

শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানেরও আহ্বান জানান ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন।

ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলানিউজকে জানিয়েছেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র সেমিস্টার ফাইনাল পরীক্ষা হলেও অন্যান্য পরীক্ষা হচ্ছে না।

undefined


এদিকে অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলছে। হচ্ছে না কোনো ক্লাস বা পরীক্ষা। এ পরিস্থিতিতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষা কার্যক্রম।

** দ্বিতীয় দিনের কর্মবিরতিতে শেকৃবি শিক্ষকরা

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।