ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র যাত্রা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম স্থাপিত বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি।

 

শনিবার (০৯ জানুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সুশিক্ষিত জাতি ও দক্ষ মানবসম্পদ ছাড়া আমরা উন্নত জাতিতে পরণিত হতে পারবো না। সব ধরনের পশ্চাৎপদতা কাটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষেই দেশের বিভিন্ন স্থানে মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বর্তমান সরকার।

আমরা প্রত্যাশা করি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের শিক্ষা অর্জনের সুযোগ পাবে। শিক্ষার্র্থীদের কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। মেধাবী শিক্ষকদের পাঠদান, গবেষণার প্রসার, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে এ প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ’

তিনি আরো বলেন, যে ৬টি অনুষদ নিয়ে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় যাত্রা শুরু করেছে তা অত্যন্ত যুগপোযোগী। বিশেষায়িত এসব অনুষদ এবং কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর সিনিয়র অধ্যাপক এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও উৎসব আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, ‘নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নামে যে বিশ্ববিদ্যালয়টি আজ যাত্রা শুরু করেছে তা এ অঞ্চলের পশ্চাদপদ জনগোষ্ঠীর শিক্ষার ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি এ প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-  খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা-৬ আসনের সংসদ সদস্য শেখ নূরুল হক, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার মো.আব্দুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আনছার আলী বলেন, বর্তমান শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কর্মক্ষম সুদক্ষ নাগরিক তৈরির দৃঢ় প্রত্যয়ে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শিক্ষার মান উন্নয়ন করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য (ডেজিগনেটেড) প্রফেসর ড. আনোয়ারুল করীম বলেন, এ বিশ্ববিদ্যালয় হবে আধুনিক ও বিশেষায়িত। যা এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সকল শ্রেণির মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এ অঞ্চলের যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে অক্ষম ছিল আজ তারা নিজ এলাকায় থেকে কম খরচে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি এ অঞ্চলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ