ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ইবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অর্থমন্ত্রী প্রদত্ত-প্রতিশ্রুতি পূরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

এ সময় তারা বেতন কাঠামোতে অন্যান্য যে সব অসঙ্গতি রয়েছে তাও  দূরীকরণের দাবি জানান।



বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের করিডোরে এ অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কতৃক পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্যাহর নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্যাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের যুগ্ম মহাসচিব এ এইচ এম আক্তারুল ইসলাম, সাবেক মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারীসহ ইবি শিক্ষক সমিতি ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
 
বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের যুগ্ম মহাসচিব এ এইচ এম আক্তারুল ইসলাম পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ কর্মসূচির প্রেক্ষাপট আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ