ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ক্রীড়া প্রতিযোগিতা

জাবিতে চ্যাম্পিয়ন কামালউদ্দিন হল ও শেখ হাসিনা হল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
জাবিতে চ্যাম্পিয়ন কামালউদ্দিন হল ও শেখ হাসিনা হল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন ও মওলানা ভাসানী হল রানার আপ এবং  ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন ও জাহানারা ইমাম হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

ছাত্রদের মধ্যে মাহফুজুল হক ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং মাহমুদুর রহমান ১৬ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে শারমিন সুলতানা ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং সাবরিনা রহমান ১৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন।

দ্রুততম মানব হয়েছেন মাহমুদুর রহমান এবং দ্রুততম মানবী সাবরিনা রহমান।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক প্রমুখ।

বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে উপ-উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ