ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন বই পেয়ে যশোরে খুশির জোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নতুন বই পেয়ে যশোরে খুশির জোয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে যশোরের সাত লাখ কোমলমতি শিশু ভেসেছে খুশি জোয়ারে।

শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে ‘পাঠ্য পুস্তক উৎসব’র উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

এরপর সরকারি বালিকা বিদ্যালয় এবং সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ হাতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

বই উৎসবে শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রতিটি অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন বই পড়ে পড়ে পুরাতন করে ফেলতে হবে। তবেই এ থেকে বেশি বেশি আনন্দ পাওয়া যাবে, সার্থক হবে সরকারের বই উৎসব।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, বছরের প্রথম দিনেই যশোরের আট উপজেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের প্রায় সোয়া সাত লাখ শিক্ষার্থীর মধ্যে মোট ৫৯ লাখ ৩২ হাজার ৫১৬ কপি বই বিতরণ করা হয়েছে।

এরমধ্যে, প্রাথমিকে ১৬ লাখ ৩৮ হাজার ৮৪৬ কপি, ইবতেদায়ীতে চার লাখ ৮৬ হাজার ৪০০ কপি, মাধ্যমিকে ২৯ লাখ ৬৪ হাজার ৭৫০ কপি, দাখিলে সাত লাখ ৯২ হাজার ৫৭৫ কপি, ভোকেশনাল পর্যায়ে ৪৯ হাজার ৯৪৫ কপি।

জিলা স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর।

সরকারি বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান শিক্ষক খোন্দকার সানজিদা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আহসান হাবিব পারভেজ।

অপরদিকে, সদর উপজেলার বালিয়াডাঙগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা জসীম উদ্দীনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কামরুল আরিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জেসমিন আক্তার।

বাংলাদেশ সময়:  ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ