ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) বেলা ১১টায় শহরের জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচচ বিদ্যালয় মাঠে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।



এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলাইমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল কবির, রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আকতার, সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল হক, জয়পুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান তালুকদার প্রমুখ।
   
এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে ৫৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১ হাজার ২৯০ জন শিক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৭৬ হাজার ৯৬৪টি বই এবং এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ে ৩০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ হাজার ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৬৯ হাজার ২৪টি বই পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ