ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শ্রীমঙ্গলে বই উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শ্রীমঙ্গলে বই উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে প্রতি বছরের মতো এবারও শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে বই উৎসবে জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি) ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গলের প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ির ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।



পরে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা এমপিদের পক্ষে তাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল হক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বিজয় কান্তি ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮৯ হাজার ২৩৬টি বই এবং মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ির ২৮ হাজার ৯৭৫ জনের মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ বই বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
বিবিবি/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ