ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন বইয়ে মাতোয়ারা ফেনীর শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নতুন বইয়ে মাতোয়ারা ফেনীর শিশুরা ছবি: প্রতীকী

ফেনী: বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ‍উঠেছে ফেনীর কচি-কাঁচারা। নতুন বই বিতরণের উৎসবে মেতে উঠেছে ফেনীর প্রতিটি স্কুলের কোমলমতি শিশুরা।



শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেনী শহরসহ জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়।

বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, তীব্র শীত উপেক্ষা করে নতুন বই নিতে প্রতিটি শিশুই স্কুলে এসেছে। তাদের মধ্যে উৎসবের আমেজ। আনুষ্ঠানিকতা শেষে বই হাতে তুলে দিতেই তাদের আনন্দ যেন আর ধরে না।

কেউ সহপাঠীর বইয়ের সঙ্গে নিজের বইয়ের মিল-অমিল দেখতে ব্যস্ত। কেউবা পাতা উল্টে-পাল্টে ঘ্রাণ নিচ্ছে নতুন বইয়ের। গোটা শহরে শিশুদের হাতে নতুন বই, মুখে ভুবন জয়ের হাসি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, এবার জেলার সরকারি-বেসরকারি, বেসরকারি সংস্থা পরিচালিত ও কিন্ডারগার্টেন মিলে ৯ লাখ বই দেওয়া হবে। উচ্ছ মাধ্যমিক পর্যায়ে দেওয়া হবে ২৫ লাখ ২৫ হাজার বই।

সকালে ফেনীতে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ