ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি সিনেটে খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ঢাবি সিনেটে খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে: মুক্তিযোদ্ধাদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে।

নিন্দা প্রস্তাব উত্থাপন করেন ঢাবি সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি ড. সরফুদ্দিন।

এ প্রস্তাব সমর্থন করেন সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি মঞ্জুর আহসান বুলবুল এবং মাহফুজা খানম।

এরপর অন্যান্য সদস্যরাও নিন্দা প্রস্তাব সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার পরে ঢাবি সিনেটের শীতকালীন বিশেষ অধিবেশন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএ/এটি

** খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উঠছে ঢাবি সিনেটে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ