ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

খুলনায় সমাপনীতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
খুলনায় সমাপনীতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৯.২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর জেলায় পাসের হার ছিল ৯৮.৫৮ শতাংশ।

এ বছর প্রকাশিত ফলাফলে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা।

জেলায় ছেলেদের পাসের হার ৯৯ দশমিক ২০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৯ দশমিক ১৯ শতাংশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৮ হাজার ৪৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ হাজার ১৭৫ জন পাস করেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৮২ জন। এর মধ্যে ২ হাজার ৬৮৫ জন ছেলে ও ২ হাজার ৮৯৭ জন মেয়ে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৮০ জন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন জাহান বলেন, মা সমাবেশ ও স্কুল পরীক্ষা, মডেল টেস্টের ব্যবস্থার কারণে এ বছর ফলাফল গত বছরের তুলনায় ভালো হয়েছে।

এ দিকে খুলনা জেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৪ জন। পাসের হার ৯১ দশমিক ৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৪৯ শতাংশ। এ বছর ছেলেদের ১ হাজার ৬৭০ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৫৫ জন। মেয়েদের ১ হাজার ৬৮২ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ৫১৯ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমআরএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ