ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

সবার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
সবার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা: দেশে প্রাথমিকের বিদ্যালয় আছে ১৬ ধরনের। এর মধ্যে স্কুলের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ সবগুলো ক্যাটাগরিতেই এগিয়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে শিক্ষার্থী সংখ্যা বেশি থাকায় অকৃতকার্য ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটাও বেশি।  

মোট ৩৭ হাজার ২৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ লাখ ১৬ হাজার ৪৪১ জন পরিক্ষার্থী এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ৯৯ হাজার ৫২৮ জন। অকৃতকার্য পরিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৬৬৯ জন। অনুপস্থিতের সংখ্যা ৪৬ হাজার ২৩৬ জন। পাসের হার ৯৮.৮০।

পাসের হারে সবচেয়ে এগিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়। পাসের হার ৯৯.৯৭ শতাংশ। এধরনের স্কুলের সংখ্যা আবার সবচেয়ে কম, মাত্র ১৭টি।
 
স্কুল ও শিক্ষার্থী সংখ্যার তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরেই রয়েছে নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়। ২৫ হাজার ৪৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ৮৭ হাজার ৩০৮ জন পরিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ২২ জন। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫৮৪ জন। অনুপস্থিত ২৭ হাজার ৪০০ জন। পাসের হার ৯৭.৫৭।

এছাড়া রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৭.৬২ শতাংশ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯.১৭ শতাংশ, পরীক্ষণ বিদ্যালয়ে ৯৯.৬৯ শতাংশ, অস্থায়ী রেজিঃ/অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৮.৩৭ শতাংশ, কিন্ডারগার্টেনে পাসের হার ৯৯.৩৬ শতাংশ, এনজিও স্কুলে পাসের হার ৯৭.২০ শতাংশ, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৬.৫৪, নন রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৬.১৮ শতাংশ, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৯.৩৬ শতাংশ, ব্রাক স্কুলে পাসের হার ৯৯.৬৬ শতাংশ, আনন্দ স্কুলে পাসের হার ৯১.৮৫ শতাংশ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৯.৯৭ শতাংশ, ১৫০০ বিদ্যালয়ে পাসের হার ৯৮.৩২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ