ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জেএসসির ফলাফল

ফেনী গার্লস ক্যাডেটে শতভাগ, পাইলটে ২৩৬ জিপিএ ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ফেনী গার্লস ক্যাডেটে শতভাগ, পাইলটে ২৩৬ জিপিএ ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে শতভাগ জিপিএ ৫ অর্জন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫১ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।

 
 
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৬ জন জিপিএ ৫ পেয়েছে। বাকিরা সবাই পাশ করেছে।

ফেনী গার্লস হাইস্কুলের ২১৫ শিক্ষার্থীর মধ্যে ১৮৩ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়া, এ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাশ করেছে।
 
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম জানান, কঠোর পরিশ্রম, নিবিড় পর্যবেক্ষণ, অভিভাবকদের একান্ত উৎসাহ ও অনুপ্রেরণা এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ