ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে জেএসসি পাসের হার ৯৫.৪৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
যশোর বোর্ডে জেএসসি পাসের হার ৯৫.৪৪ শতাংশ

যশোর: যশোর মাধ্যদিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯৫.৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত বছর এ জেলায় পাসের হার ছিল ৯১.৯৬ শতাংশ।

এ বছর প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের এগিয়ে রয়েছে।

মেয়েদের পাসের হার ৯৫.৬৭ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯৫.২০ শতাংশ।
 
বৃহস্পতিবার  (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৫ সালের জেএসসি ২ লাখ ৯ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ২৭৪ জন পাস করেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৮৩১ জন। এর মধ্যে ৮ হাজার ১৪৭ জন ছেলে ও ৯ হাজার ৬৮৮ জন মেয়ে রয়েছে। গতবছর (২০১৪ ইং)  জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৬৮৫ জন।

২০১৫ সালে প্রকাশিত ফলাফলে ‘এ’ গ্রেডে ৭৫ হাজার ১১৩ জন, ‘এ মাইনাস’ গ্রেডে ৪৬ হাজার ১১০ জন , ‘বি’ গ্রেডে ৩৬ হাজার ৩৫৫ জন, ‘সি’ গ্রেডে ২৪ হাজার ৫৬ জন ও ‘ডি’ গ্রেডে ৮১৩ জন উত্তীর্ণ হয়েছে।

এছাড়াও যশোর বোর্ডের আওতাধীন ৯ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার সাতক্ষীরা জেলায় ৯৬.৯৭ শতাংশ, দ্বিতীয় স্থান অধিকারী যশোর জেলা ৯৬.৭৭ শতাংশ, তৃতীয় স্থান অধিকারী খুলনা জেলা ৯৬.৬৬, চতুর্থ স্থান অধিকারী মেহেরপুর জেলা ৯৬.০৮ শতাংশ, পঞ্চম স্থানে কুষ্টিয়া ৯৫.৯৩ শতাংশ, ৬ষ্ঠ স্থানে নড়াইল জেলা ৯৫.৩১, সপ্তম স্থানে বাগেরহাট জেলা ৯৪.৮০ শতাংশ, অষ্টম স্থানে ঝিনাইদহ জেলা ৯৪.২২ শতাংশ, নবম স্থান অধিকারী চুয়াডাঙ্গা জেলা ৯২.৬৯ শতাংশ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, যশোর বোর্ডে গত পাঁচ বছরের (২০১১ থেকে ২০১৫) মধ্যে এ বছর সবচেয়ে ভালো ফলাফল হয়েছে। এ ফলাফলের কারণ হিসেবে তিনি মনে করেন, বোর্ডের পরামর্শে শিক্ষার্থীরা গাইড ত্যাগ করে মূল বই পড়ার কারণে এতো ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ, বিদ্যালয় পরিদর্শক ড. আহসান কবীর, উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ