ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৫৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
সিলেটে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৫৯ শতাংশ

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার পাসের হার ৯৩.৫৯ শতাংশ। এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হান্নান ফলাফলের এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্য মতে, বিভাগের চার জেলায় ১ লাখ ২৬ হাজার ৯শ’ ৯১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ১৮ হাজার ৮৫৬ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন।

সিলেট জেলায় পাসের হার ৯৬.২২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ হাজার ১২২ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৪৫২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪২৯ জন।

হবিগঞ্জ জেলায় পাসের হার ৯৪.৫৫ শতাংশ। এ জেলায় ২৫ হাজার ৪১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৮ জন।

মৌলভীবাজার জেলায় পাসের হার ৮৯.২০ শতাংশ। এ জেলায় ২৯ হাজার ৮৫৫ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে ২৬ হাজার ৬৩০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন।

সুনামগঞ্জ জেলায় পাসের হার ৯৩ দশমিক ২৭। ২৭ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৭৪৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৬ জন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ