ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

পিইসিতে পাস ৯৮.৫২ শতাংশ, জেএসসিতে ৯২.৩৩

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিইসিতে পাস ৯৮.৫২ শতাংশ, জেএসসিতে ৯২.৩৩ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীতে (পিইসি) এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ। আর জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ।



বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৮.৭৪ শতাংশ, রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রামে ৯৮.৪১ শতাংশ, বরিশালে ৯৮.৩০ শতাংশ, সিলেটে ৯৬.৭৯ শতাংশ ও রংপুরে ৯৮.৫৬ শতাংশ।

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন শিক্ষার্থী।

ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৪.২১ শতাংশ, রাজশাহীতে ৯৭.৮৮ শতাংশ,  খুলনায় ৯৬.২২ শতাংশ,  চট্টগ্রামে ৯৩.৯৩ শতাংশ, বরিশালে ৯৭.৮৫ শতাংশ, সিলেটে ৯০.০১ শতাংশ ও রংপুরে ৯৭.২১ শতাংশ।

ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।

জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন।

জেএসসিতে গড় পাসের হার ৯২.৩১। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩৯ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.৪৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২.৫১ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৫.৪৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫.৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.২৬ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৫৯ শতাংশ ও দিনাজপুর বোর্ডে পাসের হার ৯১.৫২ শতাংশ।

জেএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।

জেডিসিতে গড় পাসের হার ৯২.৪৬ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৭৬১ জন।

জেএসসি-জেডিসি পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ৫৮৩টি। আর কোনো শিক্ষার্থীই পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন স্ব স্ব বোর্ডের প্রধানরা। সকাল ১০টায় তারা এ ফলাফল হস্তান্তর করেন।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫/আপডেট: ১২৪৭ ঘণ্টা/আপডেট: ১৩৫৪ ঘণ্টা
এমআইএইচ/এমইউএম/এসই/জেডএস

** নোয়াখালীতে পিএসসিতে পাসের হার ৯৮.৮৮ শতাংশ
** ভোলায় পাসের হার পিএসসিতে ৯৯. ৫০-এবতেদায়ীতে ৯৯.৪৩
** কুড়িগ্রামে পিইসি ও জেএসসিতে মেয়েরা এগিয়ে
** বরগুনায় জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা
** ফেনীতে প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৯.৫২
** জিপিএ ৫ জেএসসিতে বেড়েছে, কমেছে জেডিসিতে
** পাসের হার কমেছে কুমিল্লা, বরিশাল ও মাদ্রাসা বোর্ডে
** সবার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
** পিইসিতে রেকর্ড জিপিএ রেসিডেন্সিয়ালে
** দারিদ্র্যের কারণে কেউ যেন শিক্ষাবঞ্চিত না হয়
** প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২ শতাংশ
** ফলের অপেক্ষায় সমাপনী-জেএসসি’র ৫৫ লাখ শিক্ষার্থী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ