ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের দাবি আদায় না হলে আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
প্রাথমিক শিক্ষকদের দাবি আদায় না হলে আন্দোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ চার দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলন হবে।

সোমবার (২৮ ডিসেস্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে অষ্টম পে-স্কেল অনুযায়ী প্রধান শিক্ষকদের দশম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা বাস্তবায়ন, প্রধান শিক্ষকের শূণ্যপদ পূরণ ও পদোন্নতি।

এসব দাবি আদায় না হলে আগামী ১৫ জানুয়ারি মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার ঘোষণা দেওয়া হয়।

এরপরও যদি দাবি মানা না হয়, তাহলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলেও জানান আবদুল্যাহ সরকার।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সহসভাপতি মো. মাসুদুর রহমান, বদরুন নেসা, আব্দুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরইউ/এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ