ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে অপেক্ষমাণদের সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বশেমুরবিপ্রবিতে অপেক্ষমাণদের সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সব ইউনিটের প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার রোববার (২৭ ডিসেম্বর)।

শনিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইদিন অপেক্ষমাণ ভর্তিচ্ছুদের বিষয় নির্বাচনও করতে হবে বলে এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ও রিপোটিং অনুষ্ঠিত হবে। পরে ক্রমানুসারে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২৮ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে বশেমুরবিপ্রবিতে গত ২১ ও ২২ ডিসেম্বর এ, বি, সি, ডি, ই, এফ এবং জি ইউনিটের মেধা তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ