ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইউনূস সেন্টার ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইউনূস সেন্টার ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

ঢাকা: সামাজিক ব্যবসার ওপর যৌথ গবেষণা ও এ বিষয়ক জ্ঞান প্রসারে ইউনূস সেন্টার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান ও নোবেল লরেট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসূফ মাহবুবুল ইসলাম। চুক্তি স্বাক্ষর শেষে তারা নিজেদের মধ্যে চুক্তিপত্র বিনিময় করেন।

এ চুক্তির ফলে শিগগির ড্যাফোডিল ইউনিভার্সিটি সামাজিক ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত কোর্স চালু করবে। আর ইউনূস সেন্টার এ কোর্স পরিচালনায় সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ