ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

পলিটেকনিকের উদ্ভাবিত প্রযুক্তি প্রতিযোগিতা শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পলিটেকনিকের উদ্ভাবিত প্রযুক্তি প্রতিযোগিতা শনিবার

ঢাকা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৬ ডিসেম্বর)।

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও কানাডার অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট  (স্টেপ)’ কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষার্থীদের সেরা ৫০টি উদ্ভাবন প্রদর্শিত হবে।

এ উপলক্ষে ওই দিন বিকেলে আইডিইবি ভবনে ‘কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

এর আগে, সকালে ‘স্কিলস কম্পিটিশন ২০১৫’র চূড়ান্ত প্রতিযোগিতা উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ