ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষার মান নির্ণয়ে শিগগির কলেজের র‌্যাংকিং

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শিক্ষার মান নির্ণয়ে শিগগির কলেজের র‌্যাংকিং

ঢাকা: শিক্ষার মান নির্ণয়ে শিগগির কলেজগ‍ুলোর মধ্যে র‌্যাংকিং করা  হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় মিরপুর ঢাকা কমার্স কলেজের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



ড. হারুণ অর রশীদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে নিয়ে দেশব্যাপী শিগগির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

‘একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে গড়ে তোলার চেষ্টা চলছে। ২০১৮ সালের মধ্যভাগ থেকে এটি হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয়। কলেজগুলোর শিক্ষার মান নির্ণয়ে শিগগির র‌্যাংকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ‘

কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু সাঈদ ও উপাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম বক্তব্য দেন। ‍

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ