ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

‘উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরাজিতশক্তি ষড়যন্ত্র করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
‘উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরাজিতশক্তি ষড়যন্ত্র করছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত করতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ‘বিজয় ৪৪’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এ স্মরণিকা বের করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অজির্ত বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা দেশকে মায়ের মতো ভালোবাসেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা যেভাবে সহযোগিতা করেছেন স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিতে ঠিক সেভাবেই কাজ করছেন তারা।

প্রবাসে থেকে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের তথ্য ও ইতিহাস নির্ভর স্মরণিকা প্রকাশ করায় শিক্ষামন্ত্রী মিশিগান স্টেট যুবলীগ নেতাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল খালিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া, নাজিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ