ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মিছিল

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় রাবি প্রগতিশীল ছাত্রজোট।



এরআগে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখাসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

অন্য দুটি দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি ফি কমানো এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহার।

এ সময় রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, রাবি সমাতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল এবং রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ