ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে চ্যাম্পিয়নস ট্রফির মোড়ক উন্মোচন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
শাবিপ্রবি’তে চ্যাম্পিয়নস ট্রফির মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজিত পঞ্চম চ্যাম্পিয়নস লীগ ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাবিপ্রবি মুক্তমঞ্চে ট্রফির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এরপর ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ফুটবল সংস্থার সভাপতি মাহিউদ্দীন আহমেদ, উপদেষ্টা মিরাজুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুল মাহমুদ, শরীফ সোহাগ প্রমুখ।

স্পোর্টস সাস্ট’র সভাপতি এম আর রাফি বাংলানিউজকে জানান, ১৬টি দলের অংশগ্রহণে ২১ ডিসেম্বর থেকে মূল প্রতিযোগিতা শুরু হচ্ছে।

প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও দৈনিক যুগান্তর।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ