ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গবিসাসের শ্রদ্ধা

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গবিসাসের শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণবিশ্ববিদ্যালয় (সাভার): মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাভারের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির বীর সন্তানদের স্মরণ করে গবিসাস মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।



এ সময় সমিতির সভাপতি ওমর ফারুক সোহান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ক্যাম্পাসের সাংবাদিকরা ছাড়াও এ সময় গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ