ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবি ছাত্রলীগের সভাপতি সাময়িক বহিষ্কার

স্টাফ ও কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
কুবি ছাত্রলীগের সভাপতি সাময়িক বহিষ্কার নাজমুল হাসান আলিফ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগ শাখার সভাপতি নাজমুল হাসান আলিফকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন কুবি শাখার বর্তমান কমিটির সহ-সভাপতি রুপম চন্দ্র দেবনাথ।



সোমবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে কুবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বাংলানিউজকে এ তথ্য জানান।

গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চলাকালীন কোটবাড়িতে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন সভাপতি আলিফ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর সমর্থকরা।

এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করেই  নাজমুল হাসানকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।