ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির ফার্মেসি বিভাগের পুনর্মিলনী ১৭ ডিসেম্বর

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জাবির ফার্মেসি বিভাগের পুনর্মিলনী ১৭ ডিসেম্বর

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৮ ডিসেম্বর।

১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।



অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা জাফরুল্লাহ চৌধুরীকে।

এছাড়া অনুষ্ঠানের প্রথম দিন জহির রায়হান মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও  সেলিম আল দীন মুক্তমঞ্চে শিরোনামহীনের কনসার্ট এবং দ্বিতীয় দিন র‌্যালি ও সামিনা চৌধুরীর একক সংগীতের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।