ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক সম্মেলন

হংকং যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
হংকং যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ

ঢাকা: আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর হংকংয়ে অনুষ্ঠেয় “দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

চীন সরকারের আমন্ত্রণে প্যানেল সদস্য হিসেবে সম্মেলনে যোগ দিতে হারুন-অর-রশিদ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।



দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং এবং হংকং ইনস্টিটিউট অব এশিয়া-প্যাসিফিক স্টাডিজ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।

দক্ষিণ-পূর্ব-এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দক্ষিণের সমুদ্র উপকূলীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত করে সড়ক ও সমুদ্র পথে চীনের প্রাচীন সিল্ক রোড বাণিজ্য ফের চালুর নীতি ও তা বাস্তবায়নে গৃহীত উদ্যোগকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।