ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে শিক্ষকসহ একাধিক পদে নিয়োগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বশেমুরবিপ্রবি’তে শিক্ষকসহ একাধিক পদে নিয়োগ

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগে শিক্ষকসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ বিষয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।



এতে বলা হয়, চলতি মাসের ৩০ তারিখ আবেদনের শেষ দিন।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হল, একজন করে অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে এ পিইসিই বিভাগ, ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগ, গণিত বিভাগ, অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ ও সি এস ই বিভাগে দুইজন।

সি এস ই বিভাগ, এ ই সি বিভাগ, বি এম বি বিভাগ, বি জে ই বিভাগ, মার্কেটিং বিভাগ, আইন বিভাগ, কৃষি বিভাগ, আই আর বিভাগ ও এ পি ই সি ই বিভাগ, ইইই বিভাগ, পরিসংখ্যান বিভাগ, বাংলা বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগে দুইজন করে সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।   

এছাড়াও একজন প্রোগ্রামার, একজন ডাক্তার, সহকারী প্রকৌশলী, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, ক্লিনার দুইজন সেকশন অফিসার, পিয়ন ও ছয়জন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে, www.bsmrstu.edu.bd এই ওয়েব সাইটে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।