ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে আইটি ক্যারিয়ার কনফারেন্স

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
নোবিপ্রবিতে আইটি ক্যারিয়ার কনফারেন্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বেসিস স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আইটি ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিআইটিএম এর সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন, বেসিসের পরিচালক শামীম আহসান, বেসিস স্টুডেন্ট ফোরামের পরিচালক আরিফুল হাসান অপু, সিনিয়র সহকারী পরিচালক রাসেল টি আহমেদ, সহকারী পরিচালক মো. রাসেদুল হাসান. নোবিপ্রবির কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশের আইটি সেক্টরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও উপস্থিত শিক্ষার্থীদের আইটি ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নে জবাব দেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।